সাভারে চলন্ত বাসে স্বর্ণালংকার ছিনতাই, আতঙ্কে যাত্রীরা
ঢাকার উপকণ্ঠ সাভারে আবারও যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
ঘটনাটি ঘটে শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে, সাভারের পুলিশ টাউন এলাকার সেতুর ওপর, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গাজীপুরের চন্দ্রা থেকে ‘সাভার পরিবহন লিমিটেড’ নামের একটি বাস ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা হয়। বাসটি পুলিশ টাউন এলাকায় পৌঁছালে ৩ থেকে ৪ জন যুবক ছুরি বের করে চালককে জিম্মি করে বাস থামাতে বাধ্য করে। এরপর তারা বাসে থাকা নারী যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা শুধুমাত্র স্বর্ণালংকার নিয়ে গেছে, মুঠোফোন বা অন্য কোনো জিনিস নেয়নি বলে জানিয়েছেন যাত্রীরা। এসময় বাসে আনুমানিক ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন।
ভুক্তভোগী যাত্রী তায়েফুর রহমান বলেন, “ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলার সোনার চেইন ছিনিয়ে নেয়। আমরা কিছু বোঝার আগেই তারা বাস থেকে নেমে পালিয়ে যায়।”
পরবর্তীতে বাসটি গাবতলী পৌঁছালে ক্ষুব্ধ যাত্রীরা বাসচালককে মারধর করে এবং একটি কাউন্টারে আটকে রাখে। যাত্রীদের দাবি, চালক ছিনতাইকারীদের সহায়তা করেছে।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগেও, গত ২ মার্চ ও ৪ এপ্রিল সাভারের একই এলাকায় চলন্ত বাসে ডাকাতি ও ছিনতাই হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ এপ্রিল থেকে ঢাকা জেলা পুলিশ ছিনতাইপ্রবণ এলাকায় চেকপোস্ট বসালেও আজকের ঘটনায় তা ব্যর্থ বলে প্রতীয়মান হচ্ছে।