সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে ১ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৫ এপ্রিল) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক জাহিদ ফজলে রাব্বি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, পঞ্চানন বিশ্বাস সংসদ সদস্য ও হুইপ থাকাকালীন সময়কালে অসাধু উপায়ে অর্জিত এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ১ কোটি ৬ লাখ ৭১ হাজার ৪১৪ টাকার সম্পদ নিজ মালিকানায় ও ভোগদখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
দুদক সূত্র জানায়, দীর্ঘ অনুসন্ধানের পর পঞ্চানন বিশ্বাসের সম্পদের হিসাব ও উৎস যাচাই করে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ মেলে। এরপরই কমিশন মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে সাবেক এমপির কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।