সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে জেলা শহরের দেওভোগ এলাকার নতুন বাসভবন থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে তার গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালায়। খবর পেয়ে আইভীর বিপুলসংখ্যক সমর্থক বাড়ির সামনে জড়ো হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, “সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তার করতে গেলে প্রথমে তিনি যেতে অস্বীকৃতি জানান এবং বলেন দিনের আলো ফুটলে যাবেন। পরে তিনি গ্রেপ্তার প্রক্রিয়ায় সহযোগিতা করেছেন।”
গ্রেপ্তারের পর তাকে জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।