ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

মৎস্য, প্রাণিসম্পদ ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ ৩ মার্চ দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে খুলনা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধেও আরেকটি মামলা করেছে দুদক। এই মামলায় নারায়ণ চন্দ্র চন্দকেও আসামি করা হয়েছে। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও প্রাণিসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগদখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার নামে ১ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার স্থাবর এবং ২ কোটি ৫ লাখ ২৫ হাজার ১৬৬ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৩ কোটি ৫০ লাখ ২ হাজার ৫৬৬ টাকার সম্পদ পাওয়া যায়। তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩২৮ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় ১ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১৩৯ টাকা। হিসাব অনুযায়ী, ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে পাওয়া যায়।

এমতাবস্থায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে, মামলায় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

 

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:২৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫২৪ বার পড়া হয়েছে

সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

আপডেট সময় ১১:২৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

মৎস্য, প্রাণিসম্পদ ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ ৩ মার্চ দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে খুলনা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধেও আরেকটি মামলা করেছে দুদক। এই মামলায় নারায়ণ চন্দ্র চন্দকেও আসামি করা হয়েছে। দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও প্রাণিসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগদখলে রেখেছেন। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার নামে ১ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার স্থাবর এবং ২ কোটি ৫ লাখ ২৫ হাজার ১৬৬ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৩ কোটি ৫০ লাখ ২ হাজার ৫৬৬ টাকার সম্পদ পাওয়া যায়। তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩২৮ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় ১ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১৩৯ টাকা। হিসাব অনুযায়ী, ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে পাওয়া যায়।

এমতাবস্থায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে, মামলায় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।