সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বিডিএফ প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার বিডিএফ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখার নায়েবে আমীর আল. মাস্টার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সালাম, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ওসমান গনি, ধুলিহর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আ. করিম এবং জামায়াত নেতা মনিরুল ইসলাম ফারুকী, রফিকুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম ও মহিবুল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর রহমান, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান আলী মিটন, দৈনিক সংবাদ সংযোগের মোঃ হাফিজুর রহমান সুমন, বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা সংবাদ পত্রিকার দেলোয়ার হোসেন, ক্রাইম বার্তার ইমাম হোসেন, চেকপোস্ট পত্রিকার এম ইদ্রিস আলীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বিডিএফ প্রেস ক্লাবের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলী, সহ-সভাপতি জি এম আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, ক্রীড়া সম্পাদক শিক্ষক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম এম জয়নাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান শিমুল এবং কার্যনির্বাহী সদস্য এস এম ইসমাইল হোসেন, এম এ হাকিম, এম এ সাইদ, আসাদুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুল মাজেদ, সুজন ঘোষ প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা চলমান কর্মসূচির গুরুত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।