সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এইচ, এম, রহমতুল্লাহ পলাশ এবং পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ নিতাই রায় চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। জনসভায় অন্যান্য বক্তারা হলেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী মোঃ আলাউদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাঃ শহিদুল আলম, জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়, বর্তমান যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি, যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান, এবং যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র আকতারুল ইসলাম।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনশীল রাখা উচিত। তারা আরও বলেন, বিএনপির ৩১ দফা গ্রাম-গ্রামে এবং ভোটারদের মধ্যে পৌঁছে দিতে হবে।
এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, “সাতক্ষীরার মাটি বিএনপির ঘাটি। আজকের এই জনসভা তারই প্রমাণ। আমরা দ্রুত নির্বাচন চাই এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেবেন।”