সাতক্ষীরা কলারোয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ৪ লক্ষ টাকা ক্ষতির অভিযোগে বাসুদেব ঘোষের সংবাদ সম্মেলন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে নির্মাণাধীন ঘরের সেন্টারিং ভাঙচুর ও ৪ লক্ষ টাকার ক্ষতিসাধনের অভিযোগ তুলেছেন বামনখালি গ্রামের বাসিন্দা বাসুদেব ঘোষ।
সোমবার (৫ মে) কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাসুদেব ঘোষ বলেন, একই গ্রামের বিশ্বজিৎ ঘোষ, মনীষ ঘোষ এবং শিব বাবু ঘোষের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের জের ধরেই তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি এবং হয়রানি করে আসছে প্রতিপক্ষরা।
তিনি বলেন, “আমি একজন অসুস্থ ও গরিব মানুষ। এই সামান্য ভিটেবাড়ি ছাড়া আমার আর কিছুই নেই। অথচ সেটিকেই দখলের ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা।”
বাসুদেব ঘোষ অভিযোগ করেন, গত ৩ মে দুপুর ২টার দিকে তার নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাই চলাকালে প্রতিপক্ষরা লাঠিসোটা নিয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা গালিগালাজ করে এবং ছাদের সেন্টারিং এর বাঁশ ও তক্তা ভাঙচুর করে। এতে সদ্য ঢালাই করা ছাদ হেলে যায় এবং আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।
বাধা দিতে গেলে প্রতিপক্ষরা মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করেন বাসুদেব ঘোষ। ঘটনার একাধিক সাক্ষী রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে তিনি কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-২৩৪, তারিখ: ০৫/০৫/২০২৫) করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনের মাধ্যমে বাসুদেব ঘোষ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।