সাতক্ষীরা আহছানিয়া মিশনে দুর্নীতিবিরোধী প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরার আহছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটির দুর্নীতি, আয়-ব্যয়ের অসঙ্গতি, ভুয়া সদস্যপদ তৈরি এবং অগঠনতান্ত্রিকভাবে সদস্যপদ বাতিলের প্রতিবাদে বুধবার (৮ জানুয়ারি) একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহীদ নাজমুল সরণি আহছানিয়া মিশন ভবনের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মিশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক এবং সঞ্চালনা করেন আলীনুর খান বাবুল।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, মাওলানা আব্দুল হামিদ আজাদি, মিশনের মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, মো. কামরুজ্জামান রাসেল, এবং মাদ্রাসার ছাত্র আমিনুর রহমান ও মো. হাবিবুল্লাহ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী, মসজিদের মুসুল্লি, এবং সাধারণ জনগণ সমাবেশে অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করেন, মিশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি দুর্নীতিতে নিমজ্জিত। তাদের বিরুদ্ধে মিশনের আয়ের অডিট না করা, এতিমখানা বন্ধের ষড়যন্ত্র, সদস্যপদ গ্রহণে অনিয়ম, এবং দোকান বরাদ্দে দুর্নীতির অভিযোগ ওঠেছে।
সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্সি বলেন, “মিশনের পবিত্র উদ্দেশ্য, যা মানবসেবা ও ধর্মীয় সেবা, তা বর্তমান কমিটির দুর্নীতির কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতিমখানা বন্ধের পরিকল্পনা মিশনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে।”
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন উল্লেখ করেন, “আমাদের মাদ্রাসা খুলনা বিভাগে পাবলিক পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। অথচ এতিমখানা বন্ধের ষড়যন্ত্র চলছে, যা মিশনের মূল উদ্দেশ্যের সঙ্গে বেমানান।”
বক্তারা দাবি করেন মিশনের আয়ের সঠিক অডিট করতে হবে। ভুয়া সদস্যপদ বাতিল এবং অগঠনতান্ত্রিকভাবে বাতিলকৃত সদস্যদের পুনর্বহাল করতে হবে। দুর্নীতিগ্রস্ত কার্যনির্বাহী কমিটিকে অপসারণ করতে হবে। একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করতে হবে। মিশনের মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার সেবামূলক কার্যক্রম রক্ষা করতে হবে।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, “মিশনের দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মিশনের পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
প্রতিবাদকারীরা জানান, দাবি বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। সাতক্ষীরার জনসাধারণ মিশনের পুনর্গঠনের মাধ্যমে এর সেবামূলক কার্যক্রম পুনরুদ্ধারে একতাবদ্ধ থাকবে।