সাতক্ষীরার সীমান্তে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় একজন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আটক হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিএসএফ তাকে আটক করে। প্রথমে তার নাম প্রকাশ করা হয়নি।
তবে জানা গেছে, আটক কর্মকর্তা হলেন মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা এপিবিএন-২-এ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানিয়েছেন, আরিফুজ্জামান গত বছরের ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় সাময়িক বরখাস্ত ছিলেন। সেই থেকে তিনি পলাতক ছিলেন।
বিএসএফ কর্মকর্তারা এ ঘটনাকে ‘বিরল এবং গুরুতর অনুপ্রবেশের চেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। আটককৃত কর্মকর্তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তার অনুপ্রবেশ ব্যক্তিগত ছিল কি না, নাকি কোনো বড় চক্রের সঙ্গে যুক্ত ছিল।
কাকডাঙ্গা বিজিবির সুবেদার কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে। সীমান্তে এমন ঘটনা দুই দেশের নিরাপত্তা ও চলমান গতিশীলতায় নতুন উদ্বেগ তৈরি করেছে।