সাতক্ষীরার আশাশুনি পাউবো বাঁধের পাশে ব্যক্তির মরদেহ উদ্ধার
সাতক্ষীরা সংবাদদাতা: আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের বিজন দের মরদেহ চুমুরিয়া থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধের পাশ থেকে তার মৃতদেহ পুলিশ উদ্ধার করে।
পারিবারিক সূত্র ও স্থানীয় তথ্য অনুযায়ী, বিজন দে (৬২), পাইথালী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বুধবার ভোরে পথচারীরা চুমুরিয়া গ্রামের পাউবো বেড়ীর স্লোবে একটি মৎস্য ঘেরের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
স্থানীয় পুলিশ ও তদন্তকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহতের পরনে ছিল ব্লু রঙের হাফ প্যান্ট ও লাল রঙের গোলগলা গেঞ্জি। প্রত্যক্ষদর্শীরা জানান, তার দু’পায়ে ক্ষতচিহ্ন ছিল এবং রক্ত ঝরছিল।
থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে হত্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং তদন্ত কাজ চলমান। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হবে।