ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় বাপার জেলা সাংগঠনিক সভা ও নতুন কমিটি ঘোষণা

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি::

ছবি: সংগৃহীত

শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা জেলা সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ওস্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত।

সভায় বক্তব্য রাখেন বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল, সদস্য সচিব আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাবেক সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, খুলনা বিসিকের পরিচালক গোলাম সাকলাইন কাফি, আইডিয়ালের পরিচালক নজরুল ইসলাম, বাসদ জেলা শাখার সমন্বয়ক নিত্যানন্দ সরকার, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও জুলফিকার রায়হান, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, সাতক্ষীরায় পরিবেশের ইতিবাচক দিক কম, নেতিবাচক দিক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রধান সমস্যা হলো জলাবদ্ধতা, যা খাল রক্ষা না করলে সমাধান সম্ভব নয়। তবে খাল খননের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। স্লুইসগেট খোলার মাধ্যমে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করলে খাল খননের প্রয়োজন হতো না।

সভায় আরও অভিযোগ করা হয়, জেলার কৃষিজমি দখল করে অনিয়মিতভাবে ইটভাটা গড়ে তোলা হচ্ছে। অনুমোদন আছে মাত্র পাঁচটি, অথচ শতাধিক ভাটা চলছে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের প্রভাবও পরিবেশের জন্য হুমকি। এছাড়া নিরাপদ পানির সংকট, চিংড়ি চাষের প্রভাব, পুকুর ভরাট ও অন্যান্য পরিবেশগত সমস্যা আলোচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ আশেক ই এলাহী, কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ পবিত্র মোহন দাশকে উপদেষ্টা, এডভোকেট আবুল কালাম আজাদকে আহবায়ক, ফরিদা আক্তার বিউটিকে যুগ্ম আহ্বায়ক, মাধব চন্দ্র দত্তকে সদস্য সচিব, সাকিবুর রহমান বাবলাকে যুগ্ম সদস্য সচিব, শ্যামল বিশ্বাসকে সাংগঠনিক উপদেষ্টা এবং মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে অর্থ উপদেষ্টা নির্বাচিত করা হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
৫১১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বাপার জেলা সাংগঠনিক সভা ও নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় ১২:০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

শনিবার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাতক্ষীরা জেলা সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক ই এলাহী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ওস্বদেশের পরিচালক মাধব চন্দ্র দত্ত।

সভায় বক্তব্য রাখেন বাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রসুল, সদস্য সচিব আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাবেক সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, খুলনা বিসিকের পরিচালক গোলাম সাকলাইন কাফি, আইডিয়ালের পরিচালক নজরুল ইসলাম, বাসদ জেলা শাখার সমন্বয়ক নিত্যানন্দ সরকার, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও জুলফিকার রায়হান, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, সাতক্ষীরায় পরিবেশের ইতিবাচক দিক কম, নেতিবাচক দিক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রধান সমস্যা হলো জলাবদ্ধতা, যা খাল রক্ষা না করলে সমাধান সম্ভব নয়। তবে খাল খননের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে। স্লুইসগেট খোলার মাধ্যমে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করলে খাল খননের প্রয়োজন হতো না।

সভায় আরও অভিযোগ করা হয়, জেলার কৃষিজমি দখল করে অনিয়মিতভাবে ইটভাটা গড়ে তোলা হচ্ছে। অনুমোদন আছে মাত্র পাঁচটি, অথচ শতাধিক ভাটা চলছে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের প্রভাবও পরিবেশের জন্য হুমকি। এছাড়া নিরাপদ পানির সংকট, চিংড়ি চাষের প্রভাব, পুকুর ভরাট ও অন্যান্য পরিবেশগত সমস্যা আলোচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ আশেক ই এলাহী, কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ পবিত্র মোহন দাশকে উপদেষ্টা, এডভোকেট আবুল কালাম আজাদকে আহবায়ক, ফরিদা আক্তার বিউটিকে যুগ্ম আহ্বায়ক, মাধব চন্দ্র দত্তকে সদস্য সচিব, সাকিবুর রহমান বাবলাকে যুগ্ম সদস্য সচিব, শ্যামল বিশ্বাসকে সাংগঠনিক উপদেষ্টা এবং মোস্তাফিজুর রহমান উজ্জ্বলকে অর্থ উপদেষ্টা নির্বাচিত করা হয়।