ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ: মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরায় জামায়াতে ইসলামী’র গণমিছিল

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি::

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়, তুফান মোড় ও বড়বাজার সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হওয়া মিছিলে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মশাররফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “১৬ বছর পর বাংলাদেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ হাজার হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ পেয়েছি। কিন্তু গত ৫৩ বছরে কোনো সরকারই জনগণকে শান্তি দিতে পারেনি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং একটি মানবিক রাষ্ট্র চায়। যদি সেই প্রত্যাশা পূরণ না হয়, তাহলে জনগণ আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করাবে।”

“দেশবাসী মনে করে, জামায়াতে ইসলামীই একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারে। তাই মানুষ জামায়াতকে ভালোবাসে। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ,”—যোগ করেন তিনি।

এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে শহর শিবির সভাপতি আল মামুনের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউ মার্কেট এলাকায় পথসভা করে শেষ হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
৫৩৬ বার পড়া হয়েছে

আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ: মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরায় জামায়াতে ইসলামী’র গণমিছিল

আপডেট সময় ০৭:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়, তুফান মোড় ও বড়বাজার সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।

বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হওয়া মিছিলে প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মশাররফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “১৬ বছর পর বাংলাদেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ হাজার হাজার শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ পেয়েছি। কিন্তু গত ৫৩ বছরে কোনো সরকারই জনগণকে শান্তি দিতে পারেনি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং একটি মানবিক রাষ্ট্র চায়। যদি সেই প্রত্যাশা পূরণ না হয়, তাহলে জনগণ আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করাবে।”

“দেশবাসী মনে করে, জামায়াতে ইসলামীই একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারে। তাই মানুষ জামায়াতকে ভালোবাসে। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ,”—যোগ করেন তিনি।

এর আগে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে শহর শিবির সভাপতি আল মামুনের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি খুলনা রোড মোড় হয়ে নিউ মার্কেট এলাকায় পথসভা করে শেষ হয়।