আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ: মুহা. আব্দুল খালেক
সাতক্ষীরায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল
জুলাই–আগস্ট ২০২৪ সালের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়, তুফান মোড় ও বড়বাজার সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ এ মিছিলে অংশ নেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস মুহা. আব্দুল খালেক মিছিলের নেতৃত্ব দেন।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুস সুবহান মুকুল, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মশাররফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মুহা. আব্দুল খালেক বলেন, “১৬ বছর পর বাংলাদেশ আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছে। এই দেশের জনগণ একটি মানবিক বাংলাদেশ চায়, যেখানে থাকবে শান্তি, সুবিচার ও ন্যায়পরায়ণতা। জামায়াতে ইসলামী সে বাংলাদেশ উপহার দিতে পারবে বলেই মানুষ জামায়াতকে ভালোবাসে।”
তিনি আরও বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকার মানবিক বাংলাদেশ গঠনে ব্যর্থ হয়, তবে জনগণ তাদেরও জবাবদিহির আওতায় আনবে।”
এর আগে শহরের সরকারি বালক বিদ্যালয় মাঠ থেকে ছাত্রশিবিরের সভাপতি আল মামুনের নেতৃত্বে পৃথক একটি র্যালি বের হয়, যা খুলনা রোড মোড় হয়ে নিউমার্কেটে পথসভায় পরিণত হয়।