সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয় মিছিল ও আলোচনা সভা
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিজয় মিছিল ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের সরকারি আইনজীবী (জি.পি) অ্যাড. অসীম কুমার মণ্ডল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. শেখ আলমগীর আশরাফ, জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাড. শেখ সিরাজুল ইসলাম, সদস্য অ্যাড. আসাদুর রহমান বাবু, অ্যাড. সুনীল কুমার ঘোষ, অ্যাড. এ.বি.এম. সেলিম, অ্যাড. আব্দুল জলিল, অ্যাড. গোবিন্দ চন্দ্র বল্লভ, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. শাহরিয়ার হাসিব, অ্যাড. এস.এম. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. তোহা কামাল উদ্দিন হীরা, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. আবু সাইদ রাজা, অ্যাড. জি.এম. ফিরোজ আহমেদ, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. ইমরান শাওন, অ্যাড. তারিফ ইকবাল অপু, অ্যাড. রেজাউল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম খোকন, অ্যাড. সাইফুল ইসলাম সোহেল, অ্যাড. ওয়ালীউল্লাহ, অ্যাড. আইয়ুব আলী প্রমুখ।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে এবং এই বিজয়কে ধরে রাখতে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত হতে হবে।