সাতক্ষীরায় কাচ্চি ডাইনের বিরিয়ানিতে চুল, নেট দুনিয়ায় সমালোচনা
সাতক্ষীরার নিউ মার্কেট সংলগ্ন কাচ্চি ডাইন রেস্টুরেন্টের বিরিয়ানিতে চুল পাওয়ার অভিযোগ ঘিরে নেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
গত ২৭ ডিসেম্বর, কাস্টমার মাসুদ রানা ফেসবুকে বিরিয়ানিতে চুল পাওয়ার অভিজ্ঞতা একটি ভিডিও এবং ছবিসহ শেয়ার করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি উল্লেখ করেন, রেস্টুরেন্টের পরিবেশ ও খাবারের মানের বিষয়ে হতাশ হয়েছেন। বিরিয়ানিতে চুল ছাড়াও শশার সালাদ খাওয়ার অনুপযোগী ছিল। অভিযোগের পর রেস্টুরেন্ট কর্মীদের বিষয়টি জানালেও তারা গুরুত্ব দেয়নি, বরং হাসাহাসি করেছেন।
এ বিষয়ে মাসুদ রানা বলেন, “কাচ্চি ডাইনের মতো জনপ্রিয় রেস্টুরেন্ট থেকে এমন অভিজ্ঞতা অকল্পনীয়। এ ধরনের ত্রুটি সামনে আসা উচিত।”
কাচ্চি ডাইনের সাতক্ষীরা শাখার ম্যানেজার মোহাম্মদ সাকিব অভিযোগ স্বীকার করে বলেন, “খাবারে চুল থাকা অনাকাঙ্ক্ষিত। বোরহানিতে পোকা কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। কর্মীদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
কাচ্চি ডাইনের জেনারেল ম্যানেজার সোহেল রানা বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করে বলেন, “এটি মাথার চুল নয়, খাসির পশম। আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকবো।”
এদিকে, নেটিজেনরা এ ঘটনার তীব্র সমালোচনা করছেন এবং রেস্টুরেন্টের স্বাস্থ্যবিধি ও পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনাটি সাতক্ষীরার কাচ্চি ডাইনের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।