সাকিবের খেলা নিয়ে আশার আলো জ্বালালেন বিসিবি সভাপতি
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে নিরাপত্তা শঙ্কা ও রাজনৈতিক জটিলতার কারণে দেশে ফিরে খেলতে পারেননি। এর পর আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও অংশ নিতে পারেননি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকেও বাদ পড়েছেন। এসব কারণে অনেকেই ভাবছিলেন, সাকিবের জন্য আর বাংলাদেশের জার্সিতে খেলা সম্ভব হবে না। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে আশার আলো দেখিয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) বিপিএলের ম্যাচ চলাকালীন প্রেসবক্স পরিদর্শনে এসে ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর জন্য সরকারের সঙ্গে আলোচনা করবেন বিসিবি। তিনি বলেন, “সাকিবের নিরাপত্তার বিষয়টি পুরোপুরি সরকারের উপর নির্ভর করে। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর চেষ্টা করব।”
এছাড়া তিনি আরও বলেন, “সাকিব এখনও অবসর নেননি। তার কোনো বড় সিদ্ধান্ত হয়নি। যদি তিনি অবসর নিতেন, তাহলে পরিস্থিতি আলাদা হতো। তবে সরকারের সহযোগিতায় সাকিবের সমস্যাগুলো সমাধান সম্ভব হলে, নির্বাচক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাকিবকে খেলার সুযোগ দেওয়া হবে।”
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের সঙ্গে খেলবে। এ কারণে দলের শক্তি বাড়াতে সাকিবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বিসিবি সভাপতি মনে করেন, দলের প্রয়োজন থাকা সত্ত্বেও সাকিবকে দলে নেওয়া কঠিন হতে পারে, কারণ এটি একটি জাতীয় ইস্যু এবং সরকার ও নির্বাচক কমিটির অনুমতি প্রয়োজন।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। সাকিবের খেলা এই ট্রফিতে বাংলাদেশের জন্য বড় একটা শক্তি হতে পারে, তবে তা নির্ভর করছে সরকারের অনুমতির উপর।