সাংবাদিক পুত্র রিহানের তৃতীয় জন্মদিন পালন
আজ বায়জিদ শাহরিয়ার রিহানের তৃতীয় জন্মদিন পালিত হয়েছে। এই বিশেষ দিনে তার বাবা সাংবাদিক এইচ আর রুবেল এবং মা শেখ তাহিরুন নেছা অভিব্যক্তি প্রকাশ করেছেন তাঁদের অগাধ ভালোবাসা ও খুশির। বাবা লিখেছেন, “তুমি যেই দিন জন্মেছিলে, সেই দিন আমার মধ্যে যে আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল, তা কখনোই শব্দে প্রকাশ করতে পারব না। সময় যেন চলে গেছে হাওয়ার মতো, আর তুমি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছো। আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করি, তোমার স্বপ্নগুলো একদিন পূর্ণ হবে। জীবনে তুমি অনেক বড় সফলতা অর্জন করবে।”
বায়জিদ শাহরিয়ার রিহান সাপ্তাহিক চেকপোস্ট পত্রিকা এবং দৈনিক ইনসাফ নিউজ অনলাইন পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ আর রুবেল ও শেখ তাহিরুন নেছার একমাত্র পুত্র। তাঁর তৃতীয় জন্মদিন ঘরোয়া পরিবেশে সাদামাটা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। ১১ই মার্চ মঙ্গলবার তাঁর নিজ বাসভবনে কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পরবর্তীতে জন্মদিনের কেক কাটা হয়।
একমাত্র পুত্রের জন্মদিনে তার বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে বায়জিদ বড় হয়ে দেশের সেবায় নিয়োজিত হয়ে সকলের মুখ উজ্জ্বল করতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়।