সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সাংবাদিক সৌরভসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) এ কর্মসূচির আয়োজন করে। ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত এই সংগঠনের কর্মসূচিতে সাংবাদিক, সমাজকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি নয়, গণতন্ত্রের জন্যও হুমকি। তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে BJPC সভাপতি কৌশিক দে বলেন, “সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের জীবন দিতে হবে-এটা মেনে নেওয়া যায় না। তুহিন হত্যার দ্রুত বিচার হোক এবং সাংবাদিকদের ওপর সব ধরনের হামলা বন্ধ হোক।”
এ সময় কালের কণ্ঠ খুলনা ব্যুরো প্রধান এইচ. এম. আলাউদ্দিন বলেন, “সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভয়ভীতির মধ্যে থাকলে সত্য প্রকাশ সম্ভব নয়।”
কৌশিক দে-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।