ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সাংবাদিক সৌরভসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) এ কর্মসূচির আয়োজন করে। ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত এই সংগঠনের কর্মসূচিতে সাংবাদিক, সমাজকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি নয়, গণতন্ত্রের জন্যও হুমকি। তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে BJPC সভাপতি কৌশিক দে বলেন, “সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের জীবন দিতে হবে-এটা মেনে নেওয়া যায় না। তুহিন হত্যার দ্রুত বিচার হোক এবং সাংবাদিকদের ওপর সব ধরনের হামলা বন্ধ হোক।”

এ সময় কালের কণ্ঠ খুলনা ব্যুরো প্রধান এইচ. এম. আলাউদ্দিন বলেন, “সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভয়ভীতির মধ্যে থাকলে সত্য প্রকাশ সম্ভব নয়।”

কৌশিক দে-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
৫১৬ বার পড়া হয়েছে

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় ০৮:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সাংবাদিক সৌরভসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) এ কর্মসূচির আয়োজন করে। ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত এই সংগঠনের কর্মসূচিতে সাংবাদিক, সমাজকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি নয়, গণতন্ত্রের জন্যও হুমকি। তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে BJPC সভাপতি কৌশিক দে বলেন, “সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের জীবন দিতে হবে-এটা মেনে নেওয়া যায় না। তুহিন হত্যার দ্রুত বিচার হোক এবং সাংবাদিকদের ওপর সব ধরনের হামলা বন্ধ হোক।”

এ সময় কালের কণ্ঠ খুলনা ব্যুরো প্রধান এইচ. এম. আলাউদ্দিন বলেন, “সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভয়ভীতির মধ্যে থাকলে সত্য প্রকাশ সম্ভব নয়।”

কৌশিক দে-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।