সাংবাদিক জিয়াউস সাদাতের নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনায় সাংবাদিকদের মানববন্ধন
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সিনিয়র সদস্য, ইসলামিক টিভির খুলনা প্রতিনিধি এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাতের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
আজ শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ’ ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, এমইউজের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন।
সমাবেশ সঞ্চালনা করেন এমইউজের ট্রেজারার ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা।
বক্তব্য রাখেন—বাংলা ভিশনের খুলনা বিভাগীয় প্রধান আতিয়ার পারভেজ, বাংলাদেশ মানবাধিকার সংস্থার খুলনা সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ডিফেন্ডার ও এমইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান, দৈনিক প্রবর্তনের বার্তা সম্পাদক ডিএম রেজা সোহাগ, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, জিএম রাসেল ইসলাম এবং সাংবাদিক জিয়ার স্ত্রী মাহবুবা তিন্নি।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন-ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাংবাদিক কামরুল আহসান, বিশিষ্ট ব্যাংকার খায়রুল ইসলাম লাল, মানবাধিকারকর্মী মাহবুব হোসেন, সাংবাদিক মাকসুদ আলী, মাশরুর মুর্শেদ, হাসান চৌধুরী, আবুল হাসান শেখ, কামরুল হোসেন মনি, মো. মোজাহিদুর রহমান, শেখ ইউসুফ আলী, ইমরান হোসেন, এম এ আজিম, তারিকুল ইসলাম তারিক, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুল গফফার, সেলিম গাজী, বাহার উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক কে এম জিয়াউস সাদাত একজন পেশাদার ও নির্ভীক সংবাদকর্মী। তার বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, নাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।