ঢাকা ১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের ফাঁসির দাবি করে বিএনপি নেতার ফেসবুক পোস্টে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার::

হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক আজিজুর রহমান জয়ের বিরুদ্ধে প্রকাশ্য ফাঁসির দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আনোয়ার হোসেন বেলাল নামের এক বিএনপি নেতা। এ ঘটনায় স্থানীয় রাজনীতি ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ‘দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদ’ নামক একটি ফেসবুক আইডি থেকে আনোয়ার হোসেন বেলাল পোস্টে লেখেন-“তারেক রহমানের উপর কটুক্তিকারী, পাঁচটি নারীর জীবন ধ্বংসকারী, আপনার রং লুকিয়ে চুরি করে হেঁটে প্রতিনিয়ত রং বদলানো ব্যক্তি সাংবাদিক আজিজুর রহমান জয়ের ফাঁসি চাই।”

পোস্টের টার্গেট সাংবাদিক আজিজুর রহমান জয় এশিয়ান টেলিভিশনের মাধবপুর উপজেলা প্রতিনিধি ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি।

বিষয়টি নিয়ে সাংবাদিক জয় বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছি। বিভিন্ন নেতৃবৃন্দের সাক্ষাৎকার নিতে গিয়ে কেউ যদি অনাকাঙ্ক্ষিত কিছু বলে, সেটার দায় একজন সাংবাদিকের নয়। আমি নিজের পকেটের টাকা খরচ করে সাংবাদিকতা করি। অথচ একজন রাজনৈতিক ব্যক্তি এখন আমার মানহানি করছে, যা খুবই দুঃখজনক।”

এদিকে বিএনপি নেতা আনোয়ার হোসেন বেলাল তার অবস্থানে অনড় থেকে বলেন, “আজিজুর রহমান জয় সাংবাদিকতার নামে রাজনৈতিক পরিচয় বদলিয়ে বেড়াচ্ছেন। এক সময় জাতীয় পার্টি, পরে বঙ্গবন্ধু পরিষদ, এখন এনসিপির সঙ্গে ঘোরাফেরা করছেন। তিনি তারেক রহমানকে নিয়েও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছেন। এসবের বিচার হওয়া প্রয়োজন।”

তবে এ ব্যাপারে মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন বলেন, “সাংবাদিকতা ও রাজনীতিকে গুলিয়ে ফেলা উচিত নয়। ফেসবুকে একে অপরের বিরুদ্ধে মানহানিকর পোস্ট করাও একধরনের সাইবার অপরাধ। বিষয়টি নিয়ে আমরা দলের ভেতরে আলোচনা করবো।”

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে একটি সংবাদকর্মীর বিরুদ্ধে প্রকাশ্যে ফাঁসির দাবি করা শালীনতা ও আইনের পরিপন্থী। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৪৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫১৬ বার পড়া হয়েছে

সাংবাদিকের ফাঁসির দাবি করে বিএনপি নেতার ফেসবুক পোস্টে চাঞ্চল্য

আপডেট সময় ১২:৪৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক আজিজুর রহমান জয়ের বিরুদ্ধে প্রকাশ্য ফাঁসির দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আনোয়ার হোসেন বেলাল নামের এক বিএনপি নেতা। এ ঘটনায় স্থানীয় রাজনীতি ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ‘দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদ’ নামক একটি ফেসবুক আইডি থেকে আনোয়ার হোসেন বেলাল পোস্টে লেখেন-“তারেক রহমানের উপর কটুক্তিকারী, পাঁচটি নারীর জীবন ধ্বংসকারী, আপনার রং লুকিয়ে চুরি করে হেঁটে প্রতিনিয়ত রং বদলানো ব্যক্তি সাংবাদিক আজিজুর রহমান জয়ের ফাঁসি চাই।”

পোস্টের টার্গেট সাংবাদিক আজিজুর রহমান জয় এশিয়ান টেলিভিশনের মাধবপুর উপজেলা প্রতিনিধি ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সভাপতি।

বিষয়টি নিয়ে সাংবাদিক জয় বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছি। বিভিন্ন নেতৃবৃন্দের সাক্ষাৎকার নিতে গিয়ে কেউ যদি অনাকাঙ্ক্ষিত কিছু বলে, সেটার দায় একজন সাংবাদিকের নয়। আমি নিজের পকেটের টাকা খরচ করে সাংবাদিকতা করি। অথচ একজন রাজনৈতিক ব্যক্তি এখন আমার মানহানি করছে, যা খুবই দুঃখজনক।”

এদিকে বিএনপি নেতা আনোয়ার হোসেন বেলাল তার অবস্থানে অনড় থেকে বলেন, “আজিজুর রহমান জয় সাংবাদিকতার নামে রাজনৈতিক পরিচয় বদলিয়ে বেড়াচ্ছেন। এক সময় জাতীয় পার্টি, পরে বঙ্গবন্ধু পরিষদ, এখন এনসিপির সঙ্গে ঘোরাফেরা করছেন। তিনি তারেক রহমানকে নিয়েও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছেন। এসবের বিচার হওয়া প্রয়োজন।”

তবে এ ব্যাপারে মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন বলেন, “সাংবাদিকতা ও রাজনীতিকে গুলিয়ে ফেলা উচিত নয়। ফেসবুকে একে অপরের বিরুদ্ধে মানহানিকর পোস্ট করাও একধরনের সাইবার অপরাধ। বিষয়টি নিয়ে আমরা দলের ভেতরে আলোচনা করবো।”

স্থানীয়রা বলছেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে একটি সংবাদকর্মীর বিরুদ্ধে প্রকাশ্যে ফাঁসির দাবি করা শালীনতা ও আইনের পরিপন্থী। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।