সাংবাদিকতায় উৎকর্ষের জন্য একাডেমিক চর্চার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন জরুরি: খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআবি)-এর উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০ আগস্ট সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, সাংবাদিকতায় একাডেমিক ও পেশাগত দক্ষতা একে অপরের পরিপূরক। ক্যাম্পাস সাংবাদিকদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি পেশাগত দক্ষতাও বৃদ্ধি করতে হবে। তিনি যোগ করেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়, তবে গঠনমূলক সমালোচনা থাকা উচিত, যা কারো প্রতি অবহেলা বা হেয় প্রতিপন্ন করবে না।
প্রফেসর রেজাউল করিম ক্যাম্পাস সাংবাদিকদের সময় বানান, বাক্য গঠন, বস্তুনিষ্ঠতা ও সংবাদে প্রাসঙ্গিকতার প্রতি বিশেষ গুরুত্ব দিতে বলেন। সংবাদে ভুল হলে শুধু সাংবাদিক নয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বলেও উল্লেখ করেন তিনি।
সিটিজেন জার্নালিজমের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, এটি মূল সাংবাদিকতা না হলেও সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পিআবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, আঞ্চলিক সাংবাদিকতাকে অলরাউন্ডার হতে হয়; তাই ক্যাম্পাস সাংবাদিকদের সাধারণ সংবাদ ছাড়াও বিশ্লেষণধর্মী ও মানবিক রিপোর্টে মনোযোগ দিতে হবে।
প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।