সরকারের ঘোষণায় ২০২৬ থেকে নতুন পে স্কেল, বেতন-ভাতা বাড়ানোর পরিকল্পনা
অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করেছে, পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে নতুন ৯ম জাতীয় বেতন স্কেল (পে স্কেল) তাদের মেয়াদেই কার্যকর হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে স্কেল সম্ভবত ২০২৬ সালের শুরু (জানুয়ারি/মার্চ/এপ্রিল) থেকে প্রয়োগ করা হবে।
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করা হয়েছে। কমিশন সর্বসাধারণের মতামত জানতে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে প্রশ্নমালা খোলা রেখেছে।
নতুন বেতন কাঠামোর প্রাথমিক দিকনির্দেশে বলা হয়েছে, বর্তমান সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১ মধ্যে রাখা হতে পারে। এছাড়া বিদ্যমান ২০টি গ্রেডের সংখ্যা কমিয়ে ১২ বা ১৫ গ্রেড করার প্রাথমিক আলোচনা চলছে।
কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বৃদ্ধির সুপারিশ করেছে। বর্তমানে মাসিক ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদান করা হয়, যা নতুন কাঠামোতে বৃদ্ধি পেতে পারে। এছাড়াও অবসরোত্তর সুবিধা এবং সন্তানদের শিক্ষা ভাতার বিষয়েও প্রস্তাবনা থাকবে।
 
																			 
										 
								                                        















