সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত: সেনাপ্রধান
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় সবকিছু করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “সব সময় আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। এ দেশের ইতিহাস বহুদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির। সবাইকে নিয়ে একত্রে বসবাসের পরিবেশ গড়ে তুলতে সেনাবাহিনী কাজ করছে।”
তিনি বলেন, “এ দেশ সকল মানুষের-সকল ধর্মের, সকল সম্প্রদায়ের। আমরা হিংসা বা বিদ্বেষ চাই না, চাই শান্তি ও সহাবস্থান। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে সর্বোচ্চ ভূমিকা রাখতে।”
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে সেনাবাহিনী প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা ও পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। তিনি সবাইকে আহ্বান জানান, “সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে সকলে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।”
অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।