সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৩ এপ্রিল) সকালে এক অনাড়ম্বর আয়োজনে তিনি ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। পরে তিনি বিহারের প্রার্থনা হল পরিদর্শন করেন এবং বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দ, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী যা কিছু করা দরকার, তার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এই দেশ সব ধর্ম, সব সম্প্রদায়ের।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সম্প্রীতি ভবন’ কেবল একটি স্থাপনা নয়, বরং বাংলাদেশের সাম্প্রদায়িক ঐক্য ও ধর্মীয় সহাবস্থানের প্রতীক হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে কাজ করে আসছে।