সমালোচনার জবাবে মুখ খুললেন মাহি
একটি মোটরসাইকেল কোম্পানির আয়োজিত অনুষ্ঠানে খোলামেলা পোশাকে নাচ পরিবেশন করে সমালোচনার মুখে পড়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সেই নাচের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের অনেকেই বিষয়টিকে ‘দৃষ্টিকটু’ বলে মন্তব্য করেন।
ভাইরাল হওয়া ভিডিওতে মাহিকে বডি ফিটিং কস্টিউমে নাচতে দেখা যায়, যা ঘিরে তৈরি হয় ব্যাপক বিতর্ক। এ বিষয়ে অবশেষে মুখ খুলেছেন মাহি নিজেই। তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ভিডিওর নির্দিষ্ট অংশ কেটে ভাইরাল করা হয়েছে।
মাহির ভাষ্য:
“আমি ইভেন্টে এক ঘণ্টার মতো পারফর্ম করেছি। অনেকগুলো নৃত্যমুদ্রা ছিল। কিন্তু সেখান থেকে মাত্র কিছু অংশ জুম করে এবং অপ্রাসঙ্গিকভাবে প্রকাশ করা হয়েছে। দেখতেও বাজে লেগেছে। এটা কোনোভাবেই উচিত হয়নি।”
তিনি আরও বলেন, “অনেকে মনে করেছেন, আমি বুঝি কস্টিউমের নিচে কিছু পরিনি। কিন্তু এটা সত্য নয়। আমি কস্টিউমের নিচে দুটি জামা পরেছিলাম। কস্টিউমটি ছিল একদম বডি ফিটিং, সেজন্য হয়তো এমনটা মনে হয়েছে।”
পরিস্থিতির অসুবিধাও তুলে ধরেন মাহি। বলেন, “আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই। যেটা পেয়েছিলাম, পারফরম্যান্সের একদিন আগে। তাই আর পরিবর্তনের সুযোগও ছিল না।”