ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, গণপিটুনির পর পুলিশের হাতে যুবক

রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটক যুবকের নাম সোহেল রানা (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে চার যুবক প্রবেশ করে বাল্যবিয়ের অভিযোগ তোলে এবং অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য চাঁদা দাবি করে। একপর্যায়ে বাড়ির দুই নারী সদস্যকে মারধর করে ও তাদের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে একজনকে (সোহেল) ধরে গণপিটুনি দেয়, তবে বাকি তিনজন পালিয়ে যায়। পরে পুলিশ এসে সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আহত দুই নারীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম জানান, “সোহেল রানা সংগঠনের কোনো কমিটিতে নেই। যদিও সে জুলাই বিপ্লবে যুক্ত ছিল এবং কারাবরণ করেছিল। আমরা চাই, সংগঠনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, “চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এজাহার পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

উল্লেখ্য, এর আগেও চাঁপাইনবাবগঞ্জ কারাগারের তৎকালীন জেল সুপার শরিফুল ইসলামের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছিল সোহেল রানার বিরুদ্ধে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
৫৪৯ বার পড়া হয়েছে

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, গণপিটুনির পর পুলিশের হাতে যুবক

আপডেট সময় ১০:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটক যুবকের নাম সোহেল রানা (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে চার যুবক প্রবেশ করে বাল্যবিয়ের অভিযোগ তোলে এবং অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য চাঁদা দাবি করে। একপর্যায়ে বাড়ির দুই নারী সদস্যকে মারধর করে ও তাদের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে একজনকে (সোহেল) ধরে গণপিটুনি দেয়, তবে বাকি তিনজন পালিয়ে যায়। পরে পুলিশ এসে সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আহত দুই নারীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম জানান, “সোহেল রানা সংগঠনের কোনো কমিটিতে নেই। যদিও সে জুলাই বিপ্লবে যুক্ত ছিল এবং কারাবরণ করেছিল। আমরা চাই, সংগঠনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, “চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে এজাহার পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

উল্লেখ্য, এর আগেও চাঁপাইনবাবগঞ্জ কারাগারের তৎকালীন জেল সুপার শরিফুল ইসলামের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছিল সোহেল রানার বিরুদ্ধে।