সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে তিনদিনব্যাপী অভিভাবক সমাবেশ শুরু
বাগেরহাটের রামপালের সন্নাসী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়নে তিনদিনব্যাপী অভিভাবক সমাবেশ শুরু হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলামের উদ্যোগে মঙ্গলবার (২২ জুলাই) বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজসেবক ও মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার আ. আলীম এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল।
প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী সমাজসেবক আল মামুন হাওলাদার। তিনি বলেন, “শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষকের পাশাপাশি অভিভাবকরাও যদি নিয়মিত খোঁজ নেন, তাহলে শিক্ষার মান অনেক দূর এগিয়ে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রেসক্লাব রামপাল সভাপতি এম. এ সবুর রানা, মল্লিকেরবেড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র শিউলী, বাগেরহাট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপাল সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ইউনিয়ন বিএনপি নেতা হাওলাদার সাজারুল সাজু, বিএনপি নেতা শামীম হাসান পলক প্রমুখ।
এ সময় মল্লিকেরবেড় আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মাদারদিয়া মাধ্যমিক বিদ্যালয়, গফুর মেমোরিয়াল জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে গ্রুপভিত্তিক আলোচনা সভায় প্রতিদিন ২৫ জন অভিভাবক ও ২৫ জন শিক্ষার্থী অংশ নেন। এভাবে তিন দিনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৩৪৫ জন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে মতবিনিময় করা হবে।
উপস্থিত বক্তারা বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির পাশাপাশি মূল্যবোধ ও শৃঙ্খলা রক্ষায় অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলাই এই সমাবেশের মূল লক্ষ্য।”