সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে জামায়াত নেতৃবৃন্দের শোক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কবর যিয়ারত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর কবর যিয়ারতের উদ্দেশ্যে যাত্রাকালে একটি বাস দুর্ঘটনায় পড়ে তিনজন নিহত হন। নিহতদের জানাজা সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর দুপুর ৩টায় সদর উপজেলার ঘোরাপাখিয়া ইউনিয়নের বহরম ঢবের স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর।
নেতৃবৃন্দ এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।