রাজশাহীর মোহনপুর উপজেলার পত্রপুর গ্রামসংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী (৩২) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ৯:৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী পঞ্চগড় জেলার মোল্লাহপাড়া গ্রামের মো. খাদেম আলীর ছেলে। তিনি শক্তি ফাউন্ডেশনের মোহনপুর শাখায় মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিস্তির টাকা উত্তোলনের জন্য ইউসুফ আলী তার সুজুকি ১১০ সিসির মোটরসাইকেল (রেজি: পঞ্চগড় হ-১২-২৩৬০) নিয়ে মহাসড়কে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৪-৫৯৪৮) তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, নিহতের লাশ থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.