সচিবালয়ে ঢুকে পড়লো হাজারো শিক্ষার্থী
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দ্রুত ফল প্রকাশের দাবিতে রাজধানীর সচিবালয়ে ঢুকে পড়েছে হাজারো শিক্ষার্থী।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিকেলের দিকে তারা সচিবালয়ের মূল ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান করতে মন্ত্রণালয়ে প্রবেশ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “দেড় মাসের পরীক্ষা কয়েক মাস ধরে ঝুলে আছে। আগেও বলা হয়েছিল, পরীক্ষা সেপ্টেম্বরের ১১ তারিখে শুরু হবে। এরপর এক মাসব্যাপী পরীক্ষা হলে ফল প্রকাশ হবে কবে? আর আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো কখন?”
তারা আরও বলেন, “একটা বোর্ড পরীক্ষা ৬-৭ মাস ঝুলে থাকে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করেই ফল প্রকাশ করতে হবে। দাবি না মানলে আন্দোলন চলবে।”
এদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাধানে আশ্বাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
এর আগে, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় সিদ্ধান্ত হয়, এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়ের পরীক্ষা হবে অর্ধেক প্রশ্নোত্তরে। পরীক্ষার নতুন তারিখ ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে নেওয়া হতে পারে বলেও সভায় জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।