সংবাদ প্রচারের পর বালু উত্তোলন বন্ধে বকশীগঞ্জ প্রশাসনের অভিযান
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় নদী ও ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালিত হয়েছে। সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে “বকশীগঞ্জে নদ-নদী ও ফসলি জমিতে বালু লুটের মহোৎসব!” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর এ অভিযান চালানো হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারের চর ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। অভিযানে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন। অভিযানকালে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মাটি কাটা যন্ত্র ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়।
গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন নদ-নদী ও ফসলি জমিতে ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বকশীগঞ্জ থানার ওসি যৌথভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ভেকু মেশিনের মালিককে পাওয়া না গেলেও, সংশ্লিষ্ট বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের এ কঠোর পদক্ষেপে এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে এবং অবৈধ বালু উত্তোলন রোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ আশা করছে।