শ্রীমঙ্গলে মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন” শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) শ্রীমঙ্গলের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরে প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আব্দুল মান্নান, ডা. আব্দুল বাতেন ও ডা. জিশান আহমেদ। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় রোগীদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ছানিজনিত রোগীদের মৌলভীবাজারে নিয়ে অপারেশন করা হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক উত্তম রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাসির আহমেদ, সহ-সভাপতি বিশ্বজিৎ অধিকারী পলক, ফখরুল আহমেদ ও এম এ করিম, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল রহমান মান্না, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাবিহা আলম, কোষাধ্যক্ষ প্রানেশ দেবনাথ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সজল রায়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।