শোকের ছায়া নেমে এসেছে রেজোয়ানের বাড়ীতে
একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে রেজোয়ানের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। আজ সরেজমিনে কথা বলে রেজোয়ানের মায়ের সাথে, যিনি বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন। তার চোখে যেন ঘর ফাঁকা হয়ে গেছে, স্বপ্ন ছিল রেজোয়ান বড় হয়ে কিছু একটা করবে, কিন্তু এখন সেই স্বপ্ন সব শেষ। তার মা শুধু একটাই দাবি জানিয়েছেন, “আমার সন্তানের হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই।”
এলাকাবাসীরও একই দাবি, আসামীদের ফাঁসি চাই। রেজোয়ানের বাবা আজ সকালে রাজশাহী সদর হাসপাতালের মর্গে গিয়ে তার প্রিয় সন্তানের লাশ নিতে গিয়েছেন। দৃশ্যটি ছিল অত্যন্ত মর্মান্তিক। আকাশও যেন ভারী হয়ে উঠেছিল।
রেজোয়ান গতকাল স্কুল ছুটির কারণে তার বাবার অটোরিকশা চালাচ্ছিলো, কিন্তু সন্ত্রাসীদের হিংস্র থাবায় তার প্রাণ কেড়ে নেয়। বখাটেরা তাকে পেপসির সাথে ঘুমের ওষুধ খাওয়ায়, তারপর অজ্ঞান অবস্থায় তাকে পরিত্যক্ত ঘরে রেখে দেয়। সন্ত্রাসীরা তার অটোরিকশাটি বিক্রি করে দেয়, এবং রেজোয়ানকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। আরও এক ধরনের ভয়াবহতার জন্য এসিড ঢালাও হয়। পুলিশ প্রশাসন ব্যাপক অনুসন্ধান ও তদন্তের পর সব তথ্য বের করে। আসামীদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে রেজোয়ানের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডে পরিবারের সদস্যরা শোকাহত, তাদের চোখে শুধু justice বা ন্যায়ের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে।