শেরপুরে ঐতিহ্যবাহী মাছের মেলা কাল শেষ
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মিলনস্থল শেরপুরে আয়োজিত ঐতিহ্যবাহী মাছের মেলা আগামীকাল বুধবার সকালে শেষ হচ্ছে। গত রবিবার থেকে শুরু হওয়া এই মেলাটি এবারও কুশিয়ারা নদীর তীরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
মেলায় দেশীয় প্রজাতির মিঠাপানির মাছ যেমন বাঘাআইড়, রুই, কাতলা, চিতল, বোয়াল, গজারসহ নানা জাতের বড় ও ছোট মাছ প্রদর্শিত ও বিক্রিত হয়েছে। মাছ বিক্রেতাদের মতে, মেলায় প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকার মাছ বিক্রি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছরের পুরোনো এই মেলাটি প্রতিবছর পৌষ মাসের শেষের দিকে আয়োজন করা হয়। শেরপুর, নবীগঞ্জ, মৌলভীবাজার, ওসমানীনগরসহ আশপাশের এলাকাবাসীর কাছে এটি এক ঐতিহ্যের নাম। মেলার মূল আকর্ষণ মাছ হলেও, এখানে হস্তশিল্প, গৃহস্থালীর প্রয়োজনীয় সামগ্রী, শিশুদের খেলনা, এবং দেশীয় খাবারেরও বিশাল সমারোহ দেখা যায়।
মেলায় মাছের দাম কিছুটা বেশি থাকলেও ক্রেতারা মান নিয়ে সন্তুষ্ট। বাজারে বিক্রি হওয়া মাছগুলোর অধিকাংশই জীবিত এবং ফরমালিনমুক্ত হওয়ায় এর কদর বেশি। স্থানীয় নদী ও হাওরের বড় বড় মাছ এই মেলার বিশেষ আকর্ষণ।
এবারের মেলাটি আগের তুলনায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অশ্লীল নৃত্য, যাত্রা, বা জুয়ার আসর ছিল না। জেলা প্রশাসনের উদ্যোগে এসব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, যা স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
মেলার ইজারাদার ও আয়োজকরা একটি নির্দিষ্ট স্থানে এই ঐতিহ্যবাহী মেলা আয়োজনের দাবি জানিয়েছেন। এতে মেলার ঐতিহ্য আরও সুসংহত হবে বলে তারা মনে করেন।
মেলাটি শেষ হলেও কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন পণ্যের দোকানপাট আরও ২-৩ দিন থাকবে। এই মেলাকে কেন্দ্র করে পুরো অঞ্চলে উৎসবের আমেজ তৈরি হয়, যা স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদেরও আকর্ষণ করে।