ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধুর সমাধিতে জেলা আ.লীগের শপথ

চেকপোস্ট ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধুর সমাধিতে শপথ নিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতারা। বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদিতে দাঁড়িয়ে তারা এ শপথ নেন।

শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।

শপথ বাক্যে তারা উল্লেখ করেন- টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধ সামনে রেখে আমি/আমরা শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনতে পরব, ততদিন পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমি আরও শপথ করছি তার (নেত্রীর) ওপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নিব আমরা। আজ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আমাদের আন্দোলন শুরু। আমি/আমরা এই শপথ বাক্য বঙ্গবন্ধুর সমাধি সৌধ ছুঁয়ে করছি- আমাদের এই শপথ মহান রাব্বুল আলামিন কবুল করুন।

এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজ আদায় এবং শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরে এক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহব উদ্দিন আজম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ইচ্ছা ছিল অবসরে তিনি তার পিতৃভূমি টুঙ্গিপাড়ায় থাকবেন; কিন্তু সেনাবাহিনী আমার নেত্রীর ইচ্ছার বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে পাঠিয়ে দেয়। যত দিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনব। একইসঙ্গে জামায়াত-বিএনপির নৈরাজ্য শক্ত হাতে প্রতিরোধ করব।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিটু, প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
৫০৭ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধুর সমাধিতে জেলা আ.লীগের শপথ

আপডেট সময় ০৭:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধুর সমাধিতে শপথ নিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতারা। বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদিতে দাঁড়িয়ে তারা এ শপথ নেন।

শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।

শপথ বাক্যে তারা উল্লেখ করেন- টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধ সামনে রেখে আমি/আমরা শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনতে পরব, ততদিন পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আমি আরও শপথ করছি তার (নেত্রীর) ওপর ঘটে যাওয়া সকল প্রকার অন্যায়ের প্রতিশোধ নিব আমরা। আজ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আমাদের আন্দোলন শুরু। আমি/আমরা এই শপথ বাক্য বঙ্গবন্ধুর সমাধি সৌধ ছুঁয়ে করছি- আমাদের এই শপথ মহান রাব্বুল আলামিন কবুল করুন।

এর আগে নেতাকর্মীরা মাজার কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজ আদায় এবং শেখ হাসিনার নিরাপত্তা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরে এক প্রতিক্রিয়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহব উদ্দিন আজম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ইচ্ছা ছিল অবসরে তিনি তার পিতৃভূমি টুঙ্গিপাড়ায় থাকবেন; কিন্তু সেনাবাহিনী আমার নেত্রীর ইচ্ছার বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে পাঠিয়ে দেয়। যত দিন পর্যন্ত আমাদের নেত্রীকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে না পারব, ততদিন আমরা ঘরে ফিরব না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে শিগগিরই দেশে ফিরিয়ে আনব। একইসঙ্গে জামায়াত-বিএনপির নৈরাজ্য শক্ত হাতে প্রতিরোধ করব।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিটু, প্রচার সম্পাদক সিকদার নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।