শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ (বুধবার) রাত ১টা ৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি লেখেন, “আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহযোগিতা করার জন্য আপনার প্রশাসনের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব।”
এর আগে, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৭ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এতে করে দেশের অন্যতম প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্রে পোশাকসহ অন্যান্য পণ্যের রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়।
উল্লেখ্য, এতদিন বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপিত হতো, যেখানে মোট রপ্তানির প্রায় ১৮ শতাংশ পণ্য যেত যুক্তরাষ্ট্রে।
এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করা হয়। গত ৬ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার (৭ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, যেখানে তিনি তিন মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ জানান।
বিশ্লেষকদের মতে, এই শুল্ক স্থগিতাদেশ বাংলাদেশের পোশাক শিল্পসহ রপ্তানি খাতকে কিছুটা সময় দেবে বাজার পুনর্বিন্যাস ও নতুন কৌশল নির্ধারণের জন্য। তবে দীর্ঘমেয়াদে এ ধরনের বাণিজ্যিক চাপ সামাল দিতে হলে কৌশলগতভাবে আন্তর্জাতিক সম্পর্ক এবং রপ্তানি নীতির সংস্কার প্রয়োজন বলে মনে করছেন তারা।