শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও করতে হবে: রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু হত্যার বিচার নয়, শেখ হাসিনার লুটপাটের বিচারও এই দেশে করতে হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি ২০২৫) ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আইএমএফের চাপে কর বাড়িয়ে সরকারের উচিত হবে না। মানুষের পেটে ক্ষুধা আছে কি না, সেটি দেখা সরকারের দায়িত্ব। অথচ কর বাড়িয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার।”
ভারত প্রসঙ্গে রিজভী বলেন, “শেখ হাসিনার প্রেমে বিগলিত হয়ে ভারত তাকে আশ্রয় দিয়েছে। অথচ শেখ হাসিনা ২৮শ কোটি টাকা লুটপাট করেছেন। এটি জনগণের অর্থ। ভারত খুনি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেশের মানুষকে হতাশ করেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, “গত ১৭ বছরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সময় বিলম্ব না করে অবিলম্বে নির্বাচন দিন। গণতান্ত্রিক সরকার দেশে প্রয়োজনীয় সংস্কার করবে।
বিশেষ অতিথি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সংগীতশিল্পী বেবী নাজনীন বলেন, “শহিদ জিয়া ছিলেন আদর্শবান নেতা। তার ঘোষণায় মানুষ স্বাধীনতার জন্য উজ্জীবিত হয়েছিল। আজ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠিত হবে।
জয়পাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর জোর দেন।