শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল আমরা বৃহত্তর খুলনাবাসী
শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে খুলনার সিইউসি স্কুল চত্বরে আমরা বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক সরদার আবু তাহের উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউসি স্কুলের সভাপতি মো. শাহিন হোসেন। আমরা বৃহত্তর খুলনাবাসীর সহ-সভাপতি ও কবি সৈয়দ আলী হাকিম সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শাহাজাহান জমাদ্দার, মো. আতিয়ার রহমান, ইকবাল হোসেন তুহিন, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মাহফুজ্জামান, মনির হোসেন, ইঞ্জিনিয়ার সেলিমুল আজাদ, ফিরোজ আহম্মেদ, মীর কাওসার মিজু, আবেদ হোসেন সোহাগ, রুহুল আমিন মিঠু, মুজাহিদ রহমান ফাইয়াদ, চিশতি মাহমুদ হাসান, এ্যাডভোকেট জিয়ারুল ইসলাম, জি এম ফারুক কচি, এম এম হাসান, কামরুল ইসলাম কচি, মনিরুজ্জামান লাভলু, আবির আল আহম্মেদ, রিয়াজুল কবির, মাসুদুল হক, মাসুদ পারভেজ, আশরাফুল ইসলাম মানিক, নারী নেত্রী নাজমুন নাহার শিখা, জামিলা খাতুন এবং রাশিদা আক্তার।
সিইউসি স্কুলের সাধারণ সম্পাদক মো. ইমদাদ আলী এবং শিক্ষক মুজাহিদ হোসেন মিরাজ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন।
আমরা বৃহত্তর খুলনাবাসী সংগঠনটি খুলনার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। স্থানীয়দের মধ্যে এ আয়োজন প্রশংসিত হয়েছে।