শিশুদের মেধা ও শারীরিক বিকাশে ক্রীড়া উৎসব ফরিদগঞ্জে

ফরিদগঞ্জে সেকদি ব্যাপারী বাড়ী ইসলামীক একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে একাডেমীর মাঠে ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো: আলাউদ্দিন বেপারী।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রধান অতিথি আলাউদ্দ্দিন বেপারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিশুদের **শারীরিক ও মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন।”
এসময় একাডেমীর প্রধান শিক্ষক মো: ইমাম হোসেন জমাদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সহ-সুপার আতোয়ার রহমান সাকিব। উপস্থিত ছিলেন সহ-ব্যবস্থাপনা পরিচালক খাদিজা সুলতানা, প্রধান শিক্ষক জ্যোতি প্রকাশ দাস, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানের উল্লাস উদ্দীপনা আরো বৃদ্ধি করে।



















