শিববাড়ি মোড়ে বিদ্যুতের তারে ভয়াবহ আগুন, চায়ের দোকান পুড়ে ছাই
খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিদ্যুতের খুটির তারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ সকালে আনুমানিক সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিভানো সম্ভব হয়।
বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, বিদ্যুতের খুটির সাথে যত্রতত্র ডিস ও ওয়াইফাই ব্রডব্যান্ড লাইন জড়িয়ে থাকার ফলে মেইন লাইনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাংলালিংকের একটি বিলবোর্ড, বিদ্যুতের খুটির নিচে থাকা টোনের চায়ের দোকান এবং পাশের ভিভো ও শাওমি মোবাইল শোরুমের সামনের বিলবোর্ড সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ফলে টোনের চায়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। দোকানের মালিক আয়শা আক্তার বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে খবর পাই যে আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শিববাড়ি মোড়ে ফায়ার স্টেশন কাছাকাছি থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে তাঁরা বিদ্যুতের খুঁটিতে অবৈধ তারের সংযোগ বন্ধ করার ওপর জোর দেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।