শিবগঞ্জে প্রবাসীর বাড়িতে সশস্ত্র হামলা, নগদ ও স্বর্ণালংকার লুট
সিলেটের শিবগঞ্জ বাজার এলাকায় দেশে প্রবাসী মো. আব্দুল মুমিন (৩০) এর বাড়িতে দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) রাত দেড়টার দিকে আল্পনা-৪ এলাকায় প্রবাসী আব্দুল মুমিনের বাড়িতে হামলা চালানো হয়। ভুক্তভোগীর পিতা নুনু মিয়া জানান, সন্ত্রাসীরা প্রথমে তার ছেলেকে খুঁজছিল। গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, তার ছেলে দেশে এসেছে।
ছেলেকে না পেয়ে এলাকার কাউন্সিলর আজাদুর রহমান আজাদের নেতৃত্বে ৭–৮ জনের সশস্ত্র দল মুমিনের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে পিতা-মাতাকে জিম্মি করে। তারা ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি নগদ প্রায় এক লাখ টাকা এবং দুই লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলার সময় মাত্র ১৫–২০ মিনিটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নুনু মিয়া একজনকে শনাক্ত করেছেন, যিনি মহানগর ছাত্রলীগের সভাপতি সায়েফ আহমেদ।
ঘটনার খবর পেয়ে শাহপরান থানার ওসি মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যান। তিনি বলেন, ঘরের ভেতরে ভাঙচুরের চিহ্ন স্পষ্ট এবং ভুক্তভোগী মৌখিকভাবে লুটের অভিযোগ জানিয়েছেন। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে রাজনৈতিক কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।