শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাগেরহাট সদরের পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি শেখ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব। প্রধান অতিথি ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো. আরিফ বিল্লাহ, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, শেখ সেলিম উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ আঃ হাকিম, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বিশ্বাস, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাওলাদার মনিরুজ্জামান, এবং শেখ নাজমুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন জরুরি। সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানের অগ্রগতি, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার প্রস্তুতি বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন। তারা উল্লেখ করেন, নিয়মিত পাঠদান, অভিভাবকদের সচেতনতা এবং বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই শিক্ষার মান বাড়ানো সম্ভব।
সভায় অভিভাবকদের আহ্বান জানানো হয়, সন্তানদের পড়াশোনায় যেন কোনো ঘাটতি না থাকে এবং তারা যেন বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন।
মতবিনিময় সভার শেষে সবাই শিক্ষার গুণগত মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।