শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজশাহীতে নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এক শিক্ষকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের নগরের চৌদ্দপায় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
অবরোধ চলতে থাকে রাত সোয়া ১০টা পর্যন্ত। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষক এ জে এম নূর আলম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে তিনি শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিলে ছাত্রত্ব বাতিলের হুমকি দেন।
তবে নূর আলম দাবি করেছেন, অডিওটি এডিট করা। তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের হুমকি দেননি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :