লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক উন্নয়নে সংশ্লিষ্ট অংশীজনদের মতবিনিময়
নাসিরনগর-সরাইল-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক (আর-২২০) হবিগঞ্জ অংশের সম্প্রসারণ ও পুনঃনির্মাণ বিষয়ে স্থানীয় অংশীজনদের মতামত গ্রহনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, লাখাই ও হবিগঞ্জের বিভিন্ন অংশীজন, রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা। লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, প্রবাসী সংগঠন ইউনাইটেড ফর লাখাই এর প্রতিনিধি এবং লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন।
সভায় অংশীজনরা উল্লেখ করেন, ষাটের দশকে নির্মিত এই সড়ক সম্প্রসারণ ও পুনঃনির্মাণে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। তারা দাবি করেন, এবারের প্রকল্পে সকল প্রতিবন্ধকতা দূরীকরণ করে দীর্ঘদিনের লাখাই-হবিগঞ্জবাসীর দাবী বাস্তবায়ন করা হোক।
তাদের বক্তব্য, সড়কের পাশে পর্যাপ্ত সরকারি খাল ও ভূমি থাকায় ভূমি অধিগ্রহণের প্রয়োজন কম, এবং সম্প্রসারণকালে নতুন ব্রীজ বা কালভার্ট নির্মাণের প্রয়োজন নেই, কারণ গত ২–৪ বছরে বেশিরভাগ ব্রীজ কালভার্ট নির্মিত হয়েছে।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক সুবিধা হবে এবং স্থানীয় যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।