লাখাই বামৈ বড় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
লাখাই উপজেলার বামৈ বড় বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নতি এবং যানজট নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাজার কমিটির উদ্যোগে আয়োজিত এই সভাটি সোমবার, ৩ মার্চ, বামৈ বড় বাজার কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি শেখ মোঃ ফরিদ মিয়া এবং সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, এসআই নুরুল ইসলাম, এসআই আনোয়ার, এবং এসআই ফিরোজ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন, লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহান চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজম, বামৈ মুক্তিযোদ্ধা জিয়া কলেজের ছাত্রদলের আহ্বায়ক শাকিব আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাক মিয়া, যুবদল নেতা রিপন মিয়া এবং আরও অনেকে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শের আলী, শাহানাজ মিয়া, আলাউদ্দিন, টুটুল মিয়া, শেখ আরিফ, ফাইজুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য বাজার মনিটরিং বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। স্থানীয় ব্যবসায়ী এবং বাজার কমিটির সদস্যগণও তাঁদের মতামত প্রকাশ করেন।
সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসন ও বাজার কমিটি যৌথভাবে কাজ করবে এবং রমজান মাসে যেকোনো অনিয়ম প্রতিরোধে তৎপর থাকবে।