লাখাই থানা পুলিশের অভিযানে পলাতক নারীসহ ২ জন গ্রেপ্তার
লাখাই থানা পুলিশ পৃথক অভিযানে পলাতক নারী আসামী ইরান আক্তার এবং একই গ্রামের সালমান মিয়াকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও এ এস আই আব্দুস ছালাম সন্দেহজনক অবস্থায় সালমান মিয়াকে আটক করেন। সালমান গভীর রাতে ঘুরাফেরা করছিলেন এবং সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ায় কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়। পরে তাদের হবিগঞ্জ জেলা সদর আদালতে সোপর্দ করা হয়েছে।