লাখাই থানার ওসি তদন্ত শফিকুল ইসলামের পদোন্নতি ও বিদায় সংবর্ধনা
লাখাই থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে আজমিরীগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন। এ উপলক্ষে শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় লাখাই থানায় এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলীর কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপরিদর্শক প্রনয় কুমার সরকার, মানিক সাহা, আক্তারুজ্জামান, নুরুল ইসলাম, বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই আনোয়ারুল হক, মুন্না মিয়াসহ লাখাই থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলামকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করে সম্মান জানানো হয়।
উল্লেখ্য, তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পর লাখাই থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছিলেন। তার দায়িত্বকালীন সময়ের পেশাদারিত্ব, নিষ্ঠা ও কর্মতৎপরতার জন্য সহকর্মীদের মাঝে প্রশংসিত ছিলেন।
সূত্রে জানা গেছে, পদোন্নতির পর তিনি শনিবার (২৬ এপ্রিল) আজমিরীগঞ্জ থানায় নতুন কর্মস্থলে অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করবেন।