লাখাই থানার অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের লাখাই থানার পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি নাহিদুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, ৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে লাখাই থানার উপপরিদর্শক মানিক সাহা এবং তার নেতৃত্বাধীন পুলিশ দল মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত নাহিদুল ইসলাম উপজেলার জিরুন্ডা গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে ৮ ডিসেম্বর বুধবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, নাহিদুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ট্যাগস :