লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মার্চ ২০২৫ মাসের সিএইচসিপি এবং স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন। এতে স্বাস্থ্য সহকারী ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় ডা. শামসুল আরেফীন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “স্বাস্থ্য সহকারীদের ওয়ার্ডভিত্তিক যাবতীয় কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করতে হবে, যাতে করে তথ্য বিশ্লেষণ সহজ হয় এবং করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়।”
তিনি বিশ্ব টিকাদান সপ্তাহ সফলভাবে সম্পন্ন করার জন্য সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান। এছাড়া কমিউনিটি ক্লিনিকের সার্বিক কার্যক্রম বিশ্লেষণ করে কার্যক্রম আরও গতিশীল করার দিকনির্দেশনা দেন।
ডা. আরেফীন আরও বলেন, “সন্দেহজনক যক্ষা রোগী শনাক্ত ও প্রেরণের হার বাড়াতে হবে। যক্ষা রোগীদের সঠিকভাবে চিহ্নিত করে যথাযথ চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একইসঙ্গে সুপারভিশন কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।”
সভায় উপস্থিত সকল কর্মকর্তাকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।