লাখাই আঞ্চলিক মহাসড়ক বিভিন্ন পরিবহনের দখলে, জন ভোগান্তি চরমে
হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক এখন বিভিন্ন পরিবহনের দখলে ফলে দেখা দিয়েছে জন ভোগান্তি। সরেজমিনে গিয়ে দেখা গেছে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে বুল্লা বাজার, কালাউক বাজার ও বামৈ বড় বাজার গুলোতে আঞ্চলিক মহাসড়কে বাস, অটোরিকশা সিএনজি, টমটম গাড়ী রাস্তা ব্যবহার করে পরিবহনে স্ট্যান্ড বানিয়ে রাখার কারনে প্রতিনিয়ত যানজট সৃস্টির ফলে জন সাধারণ চলাচলে নানা সমস্যার ভোগান্তির স্বীকার হতে দেখা গেছে। অনেক সময় পরিবহন মালিক শ্রমিকদের সাথে পথচারীদের হরহামেশাই বাকবিতন্ডায় লিপ্ত থাকতে দেখা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে স্থানীয় বুল্লা বাজারে ব্রিজের পশ্চিম পাশে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকাগামী বাস গুলি সড়ক দখল করে আছে। শুধু তা-ই নয় বুল্লা বাজারে ব্রিজ এর উপর ও ব্রিজের পূর্ব পাশে টমটম গাড়ী, অটোরিকশা সিএনজি সড়ক ব্যবহার করে এক শ্রেনীর অসাধু ব্যক্তিরা পরিবহনের মালিক শ্রমিকদের কাছ থেকে টোল আদায় করে রমরমা বানিজ্য করতে দেখা গেছে। ফলে অসাধু ব্যক্তিদের কারনেই আঞ্চলিক মহাসড়কে যানজট এর মূল কারন হিসেবে দেখছেন সচেতন মহল। এ ছাড়া ও স্থানীয় বুল্লা বাজারে প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতারা আসে বাজার সদায় করার জন্য এতে করে বাজারে আগত ক্রেতা বিক্রেতারা বিভিন্ন ভাবে নাজেহালের শিকার।
এ বিষয়ে বুল্লা বাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব এর সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান, বুল্লা বাজারে যানজট নিরসনে বিভিন্ন ভাবে চেষ্টা করেও যানজট নিরসন করতে পারি নাই। তিনি আরো জানান স্থানীয় উপজেলা প্রশাসন যদি সক্রিয় ভুমিকা নেয় তা হলে বুল্লা বাজারস্থ সড়কের যানজট মুক্ত করা সম্ভব বলে আমি মনে করি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান লাখাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানজট এর সমস্যা দীর্ঘদিনের তাই এই বিষয়টি সমস্যার সমাধান করতে অচিরেই এর ব্যবস্থা নেয়া হবে।